সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

Looks like you've blocked notifications!
সিরাজগঞ্জের বেলকুচির হুরাসাগর নদীতে গতকাল শুক্রবার বিকেলে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি

সিরাজগঞ্জের বেলকুচিতে হুরাসাগর নদীতে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। গতকাল শুক্রবার বিকেলে বেলকুচি উপজেলার পাঁচ নম্বর ধুকুরিয়া বেড়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

স্থানীয়রা জানায়, সিরাজগঞ্জ ও আশেপাশের জেলা থেকে আসা ছিপ, কোষা, পানসিসহ বাহারি নামের ১৬টি নৌকা এই প্রতিযোগিতায় অংশ নেয়। এ সময় বাইছালদের দেশাত্মবোধক গানে মুখরিত হয়ে ওঠে হুরাসাগর নদীর চর লক্ষ্মীপুর অংশ। প্রতিযোগিতার নির্মল আনন্দ উপভোগ ও পছন্দের নৌকার বিজয়ে অংশীদার হতে আসেন ওই এলাকার নারী-পুরুষসহ হাজারো মানুষ।

এ সময় প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য ও বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মমিন মন্ডল। পরে তিনি বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন।