সিরাজগঞ্জে গাঁজাসহ সাবেক মন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
সিরাজগঞ্জের বেলকুচিতে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর ভাতিজা নুরনবী বিশ্বাস গাঁজাসহ গ্রেপ্তার। ছবি : এনটিভি

সিরাজগঞ্জের বেলকুচিতে ১০ কেজি গাঁজাসহ সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর ভাতিজা নুরনবী বিশ্বাসকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে বেলকুচি উপজেলার নিজবাড়ি থেকে নুরনবী বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে নুরনবী বিশ্বাসকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া নুরনবী বিশ্বাসের বাড়ি বেলকুচি উপজেলার মেঘুল্লা উত্তরপাড়া গ্রামে। সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের ভাতিজা।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নুরনবী বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে গাঁজা বিক্রির কথা স্বীকার করেন। তার স্বীকারোক্তি অনুযায়ী গোয়ালঘর থেকে একটি বস্তায় ভরা ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।