সিরাজগঞ্জে ডাকাতি হওয়া মালামালসহ গ্রেপ্তার ২

Looks like you've blocked notifications!
সিরাজগঞ্জে পুলিশের হতে গ্রেপ্তার দুই ডাকাত। ছবি : এনটিভি

সিরাজগঞ্জে ইকোনোমিক জোনের তিন সদস্যকে মারপিট করে মালামাল লুটের ঘটনায় দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম সিদ্দিকী জানান, লুট করা মালামালসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার দুইজন হলেন- সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বড়শিমুল পঞ্চসোনা গ্রামের আমিরুল ইসলাম (৩০) ও একই গ্রামের আব্দুল্লাহ (৩৫)।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিরা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন স্থানে ডাকাতির সঙ্গে জড়িত। গত ১ নভেম্বর রাতে সিরাজগঞ্জ ইকোনোমিক জোনের পিডিএল বেজ ক্যাম্পের তিন সদস্যকে মারধর করে মোবাইল, লোহার রড, জিআই তার, ব্যাটারি, পাম্প, সিমেন্ট, ইলেকট্রিক ক্যাবল, টুলবক্স, পাইপ, ডিজেলসহ প্রায় আট লাখ ৭৬ হাজার ১০৫ টাকার মালামাল লুট করে ইঞ্জিনচালিত নৌকা দিয়ে নিয়ে যায়। এ ঘটনায় গত ২ নভেম্বর পিডিএলের ম্যানেজার শফিকুর রহমান বাদী হয়ে মামলা করেন।’

নুরে আলম আরও বলেন, ‘গতকাল সোমবার রাতে সিরাজগঞ্জ সদর থানা, বেলকুচি ও টাঙ্গাইল থানা এলাকায় অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে লুট হওয়া এক হাজার ২৪৪ কেজি লোহার রড ও ডাকাতি কাজে ব্যবহৃত দুটি ইঞ্জিচালিত নৌকা উদ্ধার করা হয়।’