সিরাজগঞ্জে বোরো ধানের জমি প্রস্তুত করতে ব্যস্ত কৃষক
সিরাজগঞ্জে রবি মৌসুমের বোরো ধানের বীজতলা পরিচর্যা ও জমি প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। আর কিছু দিন পর মাঠে মাঠে শুরু হবে বোরো ধান লাগানোর কাজ।
এ বছর জেলায় তিন দফা বন্যার কারণে সিরাজগঞ্জে কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বীজতলা তৈরিতে সমস্যায় পড়তে হয়েছে তাদের। তারপরও ক্ষতি পুষিয়ে নিয়ে বন্যার পানি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বীজতলা তৈরিতে ব্যস্ত হয়ে পড়ে কৃষকরা।
একদিকে বীজতলা বেড়ে উঠছে অন্যদিকে ফসলের মাঠ তৈরির কাজও করছে কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর বোরো ধানের বাম্পার ফলন হবে আশা কৃষকদের।
সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. গোলাম রব্বানি জানান, জেলার নয়টি উপজেলার বিভিন্ন স্থানে এবার ছয় হাজার ৯৬৭ হেক্টর জমিতে ধানের বীজ বপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যেই নদী-নালা, খাল-বিলসহ বিভিন্ন স্থানে বীজতলা তৈরি করা হয়েছে। এখানকার বেশিরভাগ কৃষকই দেশীয় জাতের বদলে উচ্চ ফলনশীল জাতের ধানের বীজ রোপণ করেছে।
জেলায় আধুনিক পদ্ধতিতে বীজতলা তৈরি করা হয়েছে। ধানের চারার সংকট এড়াতে কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী আগেভাগেই মাঠে নেমেছে কৃষকরা। আবহাওয়ার কথা মাথায় রেখেই বীজতলা তৈরিসহ বিভিন্ন বিষয়ে কৃষকদের সচেতন করার জন্য উপজেলা জেলা কৃষি কার্যালয় থেকে নানাবিধ পদক্ষেপ নেওয়া হয়েছে।