সিরাজগঞ্জে মহাসড়কে ঢাকামুখী যানবাহন ও যাত্রীর চাপ বেড়েছে

Looks like you've blocked notifications!
সিরাজগঞ্জে মহাসড়কে ঢাকামুখী যানবাহন ও যাত্রীর চাপ বেড়েছে। ছবি : এনটিভি

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে বেড়েছে ঢাকামুখী যানবাহন ও যাত্রীর চাপ। পরিবারের সঙ্গে ঈদ উদ্‌যাপন শেষে গণপরিবহণের পাশাপাশি ব্যক্তিগত যানবাহন, ট্রাক ও পিকআপভ্যানে জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছেন শ্রমজীবী মানুষেরা।

মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর ও কড্ডার মোড় এলাকায় আজ শনিবার সকাল থেকে এমন চিত্র দেখা যায়।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক আলী জানান, পরিবারের সঙ্গে ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। ফলে আজ শনিবার সকাল থেকেই মহাসড়কে ঢাকামুখী যানবাহনের চাপ বেড়েছে। মহাসড়কের হাটিকুমরুল ও কড্ডার মোড় এলাকায় যানবাহনে উঠতে ভিড় করছেন ঢাকামুখী যাত্রীরা। এ দুটি স্থানে মাঝে মধ্যেই যানবাহনের জটলা তৈরি হচ্ছে। গণপরিবহণের পাশাপাশি ব্যক্তিগত যানবাহনের চলাচল বেড়েছে। নিম্নআয়ের শ্রমজীবীরা জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক ও পিকআপভ্যানে করে কর্মস্থলে ফিরছেন।

এদিকে, মহাসড়কের যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান ওসি।