সিরাজগঞ্জে মাদকসহ যুবক গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ

Looks like you've blocked notifications!
সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাঁজাসহ এই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১২। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে র‍্যাবের হেডকোয়ার্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। গ্রেপ্তার হওয়া নাসির ইসলামের (২৫) বাড়ি নীলফামারী জেলার ডিমলা থানার কলেজপাড়া বাবুরহাট এলাকায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেপ্তার হওয়া নাসির ইসলাম আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। গতকাল মঙ্গলবার রাতে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের শাপলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে মাদকবিরোধী অভিযান চালান র‌্যাব সদস্যরা।

র‍্যাবের দাবি, অভিযানে ১৯০ বোতল ফেনসিডিল ও ১৫ কেজি গাঁজাসহ নাসির ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, একটি মোবাইল ফোন, নগদ তিন হাজার ৪৩০ টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় তাড়াশ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।