সিরাজগঞ্জে যমুনার পানি বাড়ছে, আশঙ্কায় কৃষক

Looks like you've blocked notifications!
সিরাজগঞ্জে যমুনা নদীর পানিসহ জেলার অভ্যন্তরীণ নদ-নদীর পানি বাড়ছে। ছবি : এনটিভি

সিরাজগঞ্জে টানা এক সপ্তাহ ধরে বেড়েই চলেছে যমুনা নদীর পানি। একই সঙ্গে বাড়ছে জেলার অভ্যন্তরীণ নদ-নদীর পানিও। ফলে, চরাঞ্চল ও নিম্নাঞ্চলের কৃষকেরা ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছেন।

এরই মধ্যে শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় যমুনার পানি গত ২৪ ঘণ্টায় ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে আজ সোমবার সকালে বিপৎসীমার ১ দশমিক ৬৩ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার (পানি পরিমাপক) হাসানুর রহমান জানান, গতকাল রোববার সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে ১৫ সেন্টিমিটার। একই সময়ে জেলার অভ্যন্তরীণ ফুলঝোড়, ইছামতি, করতোয়া, বড়াল ও চলনবিলের পানিও বৃদ্ধি পেয়েছে। পানিবৃদ্ধি অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

এদিকে, পানি বৃদ্ধির ফলে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের কৃষকেরা ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছেন। এসব এলাকায় ব্যাপকভাবে বাদাম, তিল, কাউন, ৭৬ ধান, পাট, আখ ও শাক-সবজি আবাদ করা হচ্ছে। এসব ফসল বন্যাপ্লাবিত হয়ে নষ্ট হলে বিপাকে পড়বে কৃষক।