সিরাজগঞ্জে যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত, নিম্নাঞ্চল প্লাবিত

Looks like you've blocked notifications!
সিরাজগঞ্জে যমুনার চরের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় বাড়ছে নদীভাঙন। ছবি : এনটিভি

সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে যমুনার চরের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি নদীভাঙন দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সাত সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এদিকে, চরে রোপন করা আমন, মরিচ, মাষকলাইসহ বিভিন্ন ফসল ডুবে গেছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রনজিত কুমার সরকার বলেন, ‘ভারতের আসাম ও মেঘালয় রাজ্যে বেশি বৃষ্টির কারণে যমুনা নদীতে পানি বাড়ছে। তবে, এই মুহূর্তে বন্যার আশঙ্কা নেই। দু-একদিনের মধ্যে পানি কমতে শুরু করবে।’

জানা গেছে, সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সাত সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একইসঙ্গে জেলার অভ্যন্তরীণ নদ-নদীর পানিও বাড়তে শুরু করছে। 

পানি বাড়ায় জেলার শাহজাদপুরের জালালপুর, আরকান্দি, ব্রাহ্মনগ্রাম, পাচিল এলাকায় নদীভাঙন অব্যাহত রয়েছে। ভাঙনে ফসলি জমি, গাছপালা, বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এতে ভাঙন কবলিত মানুষ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, খোলার মাঠ ও অন্যের জমিতে আশ্রয় নিয়েছে।