সিলেটের জকিগঞ্জে দেশের ২৮তম গ্যাসক্ষেত্রের সন্ধান

Looks like you've blocked notifications!

দেশের ২৮তম গ্যাসক্ষেত্রের সন্ধান মিলেছে সিলেটের জকিগঞ্জে। দেশের পেট্রোলিয়াম অনুসন্ধান ও উৎপাদনে নিয়োজিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) দীর্ঘ অনুসন্ধান শেষে এ গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু আজ সোমবার সাংবাদিকদের এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, ‘আজকের দিনটি আমাদের সবার জন্য একটি আনন্দের দিন।

প্রতিমন্ত্রী বাপেক্সকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘তারা দেশের ২৮তম গ্যাসক্ষেত্র আবিষ্কার করতে পেরেছে। প্রতিষ্ঠানটির সব কর্মকর্তা-কর্মচারীদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই। জকিগঞ্জে আমরা এরই মধ্যে প্রায় ৬৮ পিসিএফ (প্রতি বর্গ ইঞ্চি) গ্যাসের সন্ধ্যান পেয়েছি। এখান থেকে ১২ থেকে ১৩ বছর পর্যন্ত প্রতিদিন প্রায় এক কোটি ঘনফুট হারে গ্যাস উত্তোলন করতে পারব। যার মূল্য প্রায় এক হাজার ২৭৬ কোটি টাকা।’