সিলেটে একই ঘরে ঝুলছিল দুই বোনের মরদেহ

Looks like you've blocked notifications!
সিলেট মহানগরীর দুই বোন রানী বেগম (বায়ে) এবং ফাতেমা বেগমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত

সিলেট নগরীর মজুমদারি এলাকার একটি বাড়ির একই কক্ষ থেকে দুই বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে মজুমদারি এলাকার কোনাপাড়া এলাকার নিজেদের বাড়ি থেকে রানী বেগম (৩৩) ও তাঁর বোন ফাতেমা বেগমের (২৭) মরদেহ উদ্ধার করে পুলিশ।

সিলেট সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতরা কলিম উল্লাহর মেয়ে।

কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী আরও বলেন, ‘মঙ্গলবার সকালে রানী ও ফাতেমার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্বজনেরা ঘটনাটি জানায়। পরে থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’

কাউন্সিলর কয়েস লোদী বলেন, ‘নিহত দুই বোনের মধ্যে রানী নবম শ্রেণী পর্যন্ত এবং ফাতেমা মাস্টার্স পর্যন্ত পড়ালেখা করেছেন। তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ, ঝগড়া হতো। সে কারণে আত্মহত্যা করেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।’

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই বোন আত্মহত্যা করেছেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’

স্থানীয়রা জানায়, রানী ও ফাতেমা একই বাসায় থাকতেন। তাদের কারো বিয়ে হয়নি। পাশের বাড়িতে তাদের ভাইও থাকেন। তবে সামাজিকভাবে তাদের কারো সঙ্গে খুব বেশি মেলামেশা ছিল না।