সিলেটে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় তদন্ত কমিটি গঠন

Looks like you've blocked notifications!
সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ও বিয়ালিবাজারের মাঝখানে গুতিগাঁও এলাকায় দুর্ঘটনা কবলিত তেলবাহী ট্রেনের বগি। ছবি : এনটিভি

সিলেটের ফেঞ্চুগঞ্জে তেলবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুতির ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলের বিভাগীয় পরিবহণ কর্মকর্তা খায়রুল ইসলামকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ও বিয়ালিবাজারের মাঝখানে গুতিগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়ে দুমড়ে-মুচড়ে যায়। এ দুর্ঘটনার পর সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এদিকে, লাইনচ্যুত বগিগুলো থেকে আশপাশের এলাকায় তেল ছড়িয়ে পড়ায় ওই এলাকায় অগ্নিকাণ্ডের আতঙ্ক দেখা দিয়েছে। অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ড ঠেকাতে এবং মানুষকে সরিয়ে নিতে এলাকায় মাইকিং করা হচ্ছে। 

এ ছাড়া ট্রেনের ওয়াগনে থাকা জ্বালানি তেল ছড়িয়ে পড়লে এলাকার মানুষজনকে বিভিন্ন পাত্র নিয়ে তেল সংগ্রহ করতে দেখা গেছে।

সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. খলিলুর রহমান বলেন, ‘দুর্ঘটনার কারণে ঢাকা থেকে আসা আন্তনগর উপবন এক্সপ্রেস কুলাউড়ায় ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস শ্রীমঙ্গলে আটকা পড়েছে। রেলপথ স্বাভাবিক হতে কতটা সময় লাগবে, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।’