সিলেটে বাম জোটের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আটক ৭

Looks like you've blocked notifications!
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের সিলেটের কর্মসূচিতে পুলিশের বাধা। ছবি : এনটিভি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের সিলেটের কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়েছে। এ সময় বাম নেতাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এতে জোটের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছে।

আজ বুধবার বিকেলে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় তিন নারীনেত্রী ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক উজ্জ্বল রায়সহ সাতজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন বাম গণতান্ত্রিক জোটের সিলেটের সমন্বয়ক উজ্জ্বল রায়, সঞ্জয় কান্তি দাস, মনীষা ওয়াহিদ, সাদিয়া জাহান নৌশিন, ফাহিম, রানা। বাকি দুজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে, কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীদের অভিযোগ, শুরুতে পুলিশ শান্তিপূর্ণ সমাবেশে সহযোগিতা করে। তবে সমাবেশের শেষের দিকে বিনা উস্কানিতে নেতাকর্মীদের ওপর বেধড়ক লাঠিচার্জ শুরু করে।

এ সময় পুরুষ পুলিশ সদস্যরা নারী কর্মীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা।

একইসঙ্গে অবিলম্বে আটককৃতদের মুক্তি ও হামলাকারী পুলিশ সদস্যদের শাস্তির দাবি জানান জোটের নেতারা।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, সিলেটে বামের কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে সমাবেশ সম্পন্ন করতে বলা হয়েছিল। কিন্তু তারা তা না করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে গেলে পুলিশ কয়েকজনকে আটক করে।