সিলেটে ব্লগার অনন্ত হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড
সিলেটের বিজ্ঞানলেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ (৩২) হত্যায় চার জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত এবং এক জনকে খালাস দেওয়া হয়েছে। সিলেটের সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন বিপ্লব আজ বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের প্রায় সাত বছর পরে এ রায় প্রদান করা হলো। অনন্তের আইনজীবী এবং পরিবারের সদস্যেরা রায়ে সন্তুষ্ট থাকলেও খালাস পাওয়া আসামির বিরুদ্ধে উচ্চআদালতে যাবেন বলে জানিয়েছেন।
রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—আবুল খায়ের রশিদ, আবুল হোসেন, ফয়সাল আহমেদ ও মামুনুর রশিদ। এর মধ্যে আদালতে আবুল খায়ের রশিদ উপস্থিত ছিলেন। অন্যরা পলাতক রয়েছেন।
এ ছাড়া আদালতে উপস্থিত থাকা সাফিউর রহমান ফারাবীকে খালাস দেয়া হয়েছে।
অনন্ত বিজয় হত্যা মামলার বাদী পক্ষের আইনজীবী মিসবাহ উদ্দিন সিরাজ জানান, দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে বুধবার এ মামলার রায় প্রদান করা হয়েছে। বাদী পক্ষের আইনজীবী প্যানেল ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পেরেছেন। তবে, বিজ্ঞ আদালত পর্যবেক্ষণ শেষে এক জনকে খালাস দিলেও উচ্চআদালতে তাঁর বিরুদ্ধে লড়বেন তাঁরা।
অন্যদিকে, আসামি পক্ষের আইনজীবী আব্দুল আহাদ বলেন, ‘সর্ষের দানা পরিমাণ অভিযোগ প্রমাণ হয়নি।’ ‘তার পরেও এ রায়ের বিপক্ষে’ তিনি উচ্চআদালতে আবেদন করবেন বলে জানান।
এদিকে, রায় ঘোষণার আগে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন জানান, তাঁরা এরই মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করেছেন। তাঁরা আশা করেছিলেন, আসামিদের সর্বোচ্চ সাজা হবে।
জানা গেছে, অনন্ত হত্যা মামলায় ২৯ সাক্ষীর মধ্যে ২৪ জন সাক্ষ্য দিয়েছেন। পরে ১৪ মার্চ পলাতক তিন আসামির যুক্তিতর্ক উপস্থাপন শেষে সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন বিপ্লব রায় ঘোষণার দিন ধার্য করেন।
আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ১২ মে সিলেট নগরের সুবিদবাজারে নুরানি আবাসিক এলাকার নিজ বাসার সামনে খুন হন অনন্ত। তিনি পেশায় ব্যাংকার ছিলেন। তবে, বিজ্ঞান নিয়ে লেখালেখির পাশাপাশি ‘যুক্তি’ নামের বিজ্ঞানবিষয়ক একটি পত্রিকা সম্পাদনা করতেন। এ ছাড়া বিজ্ঞান ও যুক্তিবাদী কাউন্সিলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
হত্যাকাণ্ডের পর অনন্তের বড় ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে সিলেট বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা চার জনকে আসামি করে হত্যা মামলা করেন। এতে বিজ্ঞান বিষয়ে লেখালেখির কারণে অনন্তকে ‘উগ্র ধর্মান্ধ গোষ্ঠী’ পরিকল্পিতভাবে খুন করেছে বলে অভিযোগ করা হয়।
মামলাটি পুলিশ থেকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) স্থানান্তর করা হয়। সিআইডির পরিদর্শক আরমান আলী তদন্ত করে ২০১৭ সালের ৯ মে সম্পূরক অভিযোগপত্র আদালতে দাখিল করেন। এতে সন্দেহভাজন আটক ১০ জনকে অব্যাহতির সুপারিশ করে ছয়জনকে অভিযুক্ত করা হয়।
অভিযোগপত্রভুক্ত ছিলেন ছয় আসামি। তাঁরা হলেন—সিলেটের কানাইঘাট উপজেলার আবুল হোসেন (২৫), খালপাড় তালবাড়ির ফয়সাল আহমদ (২৭), সুনামগঞ্জের তাহিরপুরের বীরেন্দ্রনগরের (বাগলী) মামুনুর রশীদ (২৫), কানাইঘাটের পূর্ব ফালজুর গ্রামের মান্নান ইয়াইয়া ওরফে মান্নান রাহী ওরফে এ বি মান্নান ইয়াইয়া ওরফে ইবনে মঈন (২৪), কানাইঘাটের ফালজুর গ্রামের আবুল খায়ের রশীদ আহমদ (২৫) ও সিলেট নগরের রিকাবীবাজার এলাকায় বসবাসকারী ফারাবী সাফিউর রহমান (৩০)।
তাদের মধ্যে ২০১৭ সালের ২ নভেম্বর মান্নান হঠাৎ অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আবুল হোসেন, ফয়সাল আহমদ ও মামুনুর রশীদ পলাতক।
আজ সে মামলার রায় ঘোষণা করা হলো।