সিলেটে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর রেকর্ড

Looks like you've blocked notifications!

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে। সিলেট জেলা ও বিভাগে এক দিনে এটা সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

আজ সোমবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এর আগেও গত ২৫ এপ্রিল সিলেট বিভাগে একই সংখ্যক করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছিল।

আর সিলেটে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ সাতজনের মৃত্যু হয়েছিল চলতি মাসের ১ জুলাই। সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনকে নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৪৯১ জনে। একই সময়ে সিলেট বিভাগে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে আরও ২৫৩ জনের।

করোনায় আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ৭৬, সুনামগঞ্জের ২১ জন, হবিগঞ্জের ৫৪ জন ও মৌলভীবাজারের ৬১ জন রয়েছে।

এদিকে, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪১ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে সিলেট জেলার চারজন, সুনামগঞ্জের একজন, হবিগঞ্জের দুইজন এবং মৌলভীবাজার জেলার একজন রয়েছেন।