সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়ক ডা. রাফাতসহ গ্রেপ্তার ২ জঙ্গি
'জঙ্গি সংশ্লিষ্টতায় জামায়াতে ইসলামীর আমিরের ছেলে ও সিলেট অঞ্চলের প্রধান সমন্বয় ডা. রাফাতসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সিলেট জালালাবাদ থানার রাগীব রাবেয়া মেডিকেল কলেজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ও সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জামায়াতে ইসলামীর আমিরের ছেলে ও সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়ক ডা. রাফাত ও আরিফ।
মো. আসাদুজ্জামান বলেন, ‘গত মঙ্গলবার সিটিটিসি বোম্ব ডিসপোজাল ইউনিট রাজধানীর সায়েদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে হিজরতকারী তিন সদস্যকে গ্রেপ্তার করে। এ সংক্রান্তে যাত্রাবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জানান, তারা প্রত্যেকেই ডা. রাফাতের মাধ্যমে দাওয়াতপ্রাপ্ত হন।’
‘সংগঠনের সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়ক ডা. রাফাত’ উল্লেখ করে মো. আসাদুজ্জামান জানান, ২০২১ সালের জুনে তাঁর ও অপর সহযোগী তাহিয়াতের নেতৃত্বে সিলেট এলাকা থেকে ১১ জন বান্দরবানে হিজরত করে। হিজরতকালীন সময়ে বান্দরবানে গিয়ে জঙ্গি সংগঠনের অন্যান্য নেতাদের সঙ্গে যোগাযোগ করতে না পারায় সাত দিন পরে তাঁরা সিলেট ফিরে দাওয়াতি কার্যক্রম অব্যাহত রাখেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সর্ম্পকে মো. আসাদুজ্জামান বলেন, ‘ডা. রাফাত ও তাঁর অন্যান্য সহযোগীরা তরুণদের দুর্গম পাহাড়ে নিয়ে হিজরতের নামে জঙ্গি প্রশিক্ষণ দিয়ে আসছেন। ডা. রাফাত ও তাহিয়াত সশস্ত্র জিহাদে উদ্বুদ্ধ হয় এবং হিজরতের উদ্দেশে বের হয়ে ব্যর্থ হয়ে ফিরে আসে। ডা. রাফাত এবং তাঁর সহযোগীরা পুনরায় মসজিদে এবং লেকের পাড়ে বসে জিহাদ সম্পর্কিত আলোচনা অব্যাহত রাখেন।’
মো. আসাদুজ্জামান বলেন, ‘পরবর্তী সময়ে ডা. রাফাতের নির্দেশনায় তাহিয়াত সহযোগীসহ ঢাকায় হিজরতের উদ্দেশে বের হয়ে গ্রেপ্তার হন।’