সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি হত্যার অভিযোগ

Looks like you've blocked notifications!
সিলেট সীমান্তে বিজিবি। ফাইল ছবি

সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তে দুই বাংলাদেশির লাশ পড়ে আছে। পুলিশ ও স্থানীয়রা ধারণা করছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গুলিতে ওই দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় আরও দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আজ বুধবার সকালে উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্তের ১৩৩১ নম্বর পিলারের কাছে নো-ম্যানস ল্যান্ড এলাকায় দুই বাংলাদেশির লাশ দেখতে পায় স্থানীয়রা। বিষয়টি তারা পুলিশকে জানায়। তারপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে এখনও লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লাশ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের পরই লাশ উদ্ধার হতে পারে বলেও জানায় পুলিশ।

ওসি তাজুল ইসলাম আরও বলেন, এ ঘটনায় আহত দুজন সিলেটে চিকিৎসা নিলেও তাদেরকে এখন পাওয়া যাচ্ছে না।