সীতাকুণ্ডের বিস্ফোরণে নিহতের ঘটনায় জাতীয় সংসদে শোক প্রস্তাব

Looks like you've blocked notifications!
সংসদ ভবন। ছবি : সংগৃহীত

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় জাতীয় সংসদে শোক প্রস্তাব আনা হয়েছে। একই সঙ্গে গত সংসদ অধিবেশন শেষ হওয়ার পর এ পর্যন্ত দেশের বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। এ ছাড়া সাবেক অর্থমন্ত্রী ও সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিতসহ আট জন সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে শোক জানিয়েছে জাতীয় সংসদ।

আজ রোববার জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এই শোক প্রস্তাব আনেন। পরে মরহুমদের প্রতি সম্মান জানাতে সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরে তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যু এবং  গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে জাতীয় সংসদ।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘আমি গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমরা এরই মধ্যে একজন সাবেক মন্ত্রী, একজন সাবেক প্রতিমন্ত্রী এবং ছয়জন সাবেক সংসদ সদস্যকে হারিয়েছি। 

নিহত হওয়া আট সাংসদ হলেন সাবেক সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিত, জুবেদ আলী, অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, বিএম নজরুল ইসলাম, শাহ জিকরুল আহমেদ, অধ্যাপক ডা. খন্দকার আবদুল জলিল, আশিকা আকবর ও বেগম পারভীন সুলতানা (জলী রহমান)।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘উল্লিখিত বিশিষ্ট ব্যক্তিদের জীবনবৃত্তান্ত সংবলিত শোকপ্রস্তাব আমি এ মহান সংসদে উত্থাপন করছি। শোকপ্রস্তাবের অনুলিপি আপনাদের মাঝে সরবরাহ করা হয়েছে। তাঁদের মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। এ ছাড়া সংসদ সচিবালয়ের অফিস সহায়ক রহিমা খাতুনের মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।’ 

ড. শিরীন শারমিন চৌধুরী আরও বলেন, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা, ইউনেস্কো পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক, গীতিকার, কলামিস্ট ও সাহিত্যিক আবদুল গাফ্‌ফার চৌধুরী, ‘সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ সংকলন ও প্রকাশে অন্যতম ভূমিকা পালনকারী বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজি বীর মুক্তিযোদ্ধা এ কে এম সামসুদ্দিন, বিশিষ্ট আবৃত্তিশিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, কিশোরগঞ্জ বারের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং জেলার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহ আজিজুল হক, মুক্তিযুদ্ধের সংগঠক ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এবং সাংবাদিক মোস্তফা কামাল পাশা, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান দুলু ও বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহর ছোট ভাই কাজী একরাম উল্লাহ, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল, বলিউডের জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথের মৃত্যুতে মহান সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।’

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত, নেপালে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত, দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের স্মরণে মহান জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ করছে। একই সঙ্গে সব বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।’

ড. শিরীন শারমিন চৌধুরী আরও বলেন, ‘উত্থাপিত শোকপ্রস্তাবগুলো ব্যতীত যদি কোনো বিশিষ্ট ব্যক্তি বা ব্যক্তির নাম বাদ পড়ে থাকে, তবে তাঁর বা তাঁদের নাম ও সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত সংসদ সচিবালয়ে পৌঁছে দিলে তা পরে শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করার জন্য বিবেচনা করা হবে।’