সীতাকুণ্ডে বিস্ফোরণ : ফায়ার সার্ভিসের আরও এক কর্মীর মৃত্যু

Looks like you've blocked notifications!
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। ফাইল ছবি : ফোকাস বাংলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের আরও এক সদস্য মারা গেছেন। রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার দিবাগত রাতে গাওসুল আজম নামের ওই ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া আজ রোববার এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাচ্চু মিয়া জানান, নিহত গাওসুল আজম যশোরের মণিরামপুর উপজেলার খাটুয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা।

এদিকে, সীতাকুণ্ডে বিএম ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় এ নিয়ে ফায়ার সার্ভিসের ১০ জন সদস্যের মৃত্যু হলো।