সীতাকুণ্ড ট্রাজেডি : ২৬ মরদেহ হস্তান্তর, চলছে নমুনা সংগ্রহ
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ হস্তান্তরে ডিএনএ টেস্টের জন্য দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে নমুনা সংগ্রহ। এখন পর্যন্ত ১৫টি মরদেহ শনাক্ত করা যায়নি। এ ছাড়া ২৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, গতকাল সোমবার প্রথম দিন ৩৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানিয়েছেন, নমুনা সংগ্রহের কাজ চলছে। আজ সারাদিন এ কাজ চলবে। নিহত ব্যক্তিদের স্বজনদের কাছ থেকে নমুনা নেওয়া হচ্ছে।
জানা গেছে, আহত ব্যক্তিদের মধ্যে ফায়ার সার্ভিসের ১৫ জন, পুলিশের ১০ জনসহ ২৩০ জন রয়েছেন। এর মধ্যে চমেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ১০১ জন। এ ছাড়া গুরুতর আহত আরও এক জনকে গতকাল সোমবার উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় ৪১ জনের মরদেহ মেডিকেলে রাখা হয়ছিল।
এদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, কনটেইনার ডিপোতে লাগা আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।