চেয়ারম্যানের দাবি

সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

Looks like you've blocked notifications!
চাঁপাইনবাবগঞ্জের আজমতপুর সীমান্ত। ছবি : এনটিভি

চাঁপাইনবাবগঞ্জের আজমতপুর সীমান্তে ইব্রাহীম আলী (২৫) নামের এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়দের দাবি, নিহত ইব্রাহীম মাদক চোরাচালান করতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত হয়েছেন।

নিহত ইব্রাহীম আলী জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর ঢুলিপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোজাম্মেল হক জানান, শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্ত পিলার ১৮২/১-এস ও ১৮২/২-এস এলাকার মধ্যবর্তী স্থানে গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় দিকে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহীমের লাশ বিএসএফ নিয়ে গেছে বলে জানা গেছে।  

এ ব্যাপারে ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমির হোসেন মোল্লা জানান, এ ঘটনাটি শুনেছি। তবে লাশটি কোন দেশের নাগরিকের সেটি শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে পরে বিস্তারিত জানা যাবে।