সীমান্ত সড়ক নির্মাণকাজ পরিদর্শনে সেনাপ্রধান

Looks like you've blocked notifications!
বান্দরবানের থানচিতে সীমান্ত সড়কের নির্মাণকাজ পরিদর্শন করছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ছবি : এনটিভি

বান্দরবানের থানচিতে সীমান্ত সড়কের নির্মাণকাজ পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আজ রোববার সকালে হেলিকপ্টারযোগে থানচি উপজেলায় পৌঁছান তিনি।

সেনাপ্রধান সেনাবাহিনীর গাড়িতে করে সেখান থেকে থানচি ও আলীকদম উপজেলায় নির্মাণাধীন সীমান্ত সড়কের কাজ পরিদর্শন করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কোরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাসুদুর রহমান, বান্দরবান ৬৯ সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক, সীমান্ত সড়ক প্রকল্প পরিচালক কর্নেল এ এন এম ফয়েজুর রহমান, ভারপ্রাপ্ত উপপ্রকল্প পরিচালক মেজর সাঈদ মো. জাহিদুর রহমানসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সেনা সূত্র জানায়, সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কোরের (ইসিবি) তত্ত্বাবধানে তিন পার্বত্য জেলা বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে এক হাজার ৩৬ কিলোমিটার সীমান্ত সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। প্রথম পর্যায়ে ৩১৭ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ চলমান রয়েছে। দ্বিতীয় পর্যায়ে পূর্ণাঙ্গ কাজটি বাস্তবায়ন করা হবে। ২০১৮ সালের জুন থেকে চলমান সড়ক নির্মাণকাজ ২০২৪ সালের মধ্যেই শতভাগ বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। সড়কটি নির্মিত হলে সীমান্ত সড়ক যোগাযোগের মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়াতে ব্যবসা-বাণিজ্যের প্রসার হবে। সীমান্তের দুই পাশের অবৈধ ব্যবসা, অস্ত্র, মাদক, চোরাচালান বন্ধে নিরাপত্তা নিশ্চিত হবে। সরকারি নিয়ন্ত্রণ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে এবং সীমান্ত এলাকায় উৎপাদিত কৃষি পণ্য সরাসরি দেশের মূল ভূখণ্ডের পৌঁছানো সহজ হবে। সীমান্ত এলাকার মানুষের জীবনমান ও সামাজিক উন্নয়ন সাধিত হবে।