সুনামগঞ্জে কৃষক নুরুল হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫

Looks like you've blocked notifications!
সুনামগঞ্জে কৃষক নুরুল হত্যার প্রধান আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ছবি : এনটিভি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় কৃষক নুরুল আমিন (৬০) হত্যার মামলার প্রধান আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। গত বুধবার (১ ফেব্রুয়ারি) র‍্যাব  ঢাকার মতিঝিল থানার সামনে থেকে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

আজ বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৯ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯-এর অধিনায়ক ও সিলেট অঞ্চলের উইং কমান্ডার মো. মোমিনুল হক।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. নুরুল হক (৬৫),  মো. শাহজাহান (৫৫), শাহ আলম (৫৩), মো. নাঈম মিয়া (২০), রোমনাজ মিয়া (২৮)।

র‍্যাব কর্মকর্তা মো. মোমিনুল হক জানান,  পৈতৃক সম্পত্তির ভাগ নিয়ে আপন ভাই ও ভাতিজার হাতে কৃষক নুরুল আমিন খুন হন। 

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি বৃহস্পতিবার পারবারিক কলহের জের ধরে নিহত নূরুল আমিন (৬০) প্রকাশ্য দিবালোকে দেশীয় অস্ত্রের আঘাতে মারা যান।