সুনামগঞ্জে বন্যাদুর্গতদের পাশে এনটিভি

Looks like you've blocked notifications!
এনটিভির পক্ষ থেকে বুধবার সিলেটের সুনামগঞ্জে বন্যাকবলিত মানুষের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়। ছবি : এনটিভি

প্রাকৃতিক দুর্যোগ বা মানুষের দুঃসময়ে সব সময়ই সহায়তার হাত প্রশস্ত করেছে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। এবারও ব্যাতিক্রম হলো না। সুনামগঞ্জের বানভাসি অসহায় মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়েছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে।

আজ বুধবার সকালে এনটিভির পক্ষ থেকে সদর উপজেলার সুরমা, জাহাঙ্গীরনগর ও বিজ্ঞাপুরে ৩০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

সুনামগঞ্জ সদরের সুরমা ইউনিয়নের বিরামপুর গ্রামের রোশনা বেগম (৮০) বলেন, ‘ঘরের ওপর মাথাসমান পানি ছিল। বউ-বাচ্চা, ছেলের বউকে নিয়ে দিন কাটিয়েছি। কেউ কিছু দেয়নি। আজকে এনটিভির লোকজন নৌকা নিয়ে ঘরের মধ্যে এসে ত্রাণ দিয়ে গেছে। এতে আমার নাতি নাতনিসহ আমাদের জান বাঁচবে।’

বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের রফিক উদ্দিন (৬০) বলেন, ‘এখন পর্যন্ত এক প্যাকেট চিড়াও কেউ দিছে না। এনটিভির লোকজন খাওয়ার পানি দিছে, আট কেজি ডাল, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক কেজি সয়াবিন তেল, এক কেজি লবণ, বড় একটি বিস্কুটের প্যাকেট, মোমবাতি ও ম্যাচের প্যাকেট দিয়েছে। এসব পেয়ে আমরা অনেক খুশি।’

ফতেহপুরের মফিজুল ইসলাম বলেন, ‘এনটিভির ত্রাণে খাদ্যপণ্যের পরিমাণ বেশি। আমাদের জন্য এটি যথেষ্ট। এনটিভির লোকজন ঢাকায় বসে আমাদের জন্য ভেবেছে। তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের ভালো রাখুক।’

জাহাঙ্গীরনগর ইউনিয়নের সবিতা রাণী (৯০) বলেন, ‘এতদিন আমরা পানিবন্দি ছিলাম। আমাদের কেউ দেখেনি। এগুলা পেয়ে খুশি হয়েছি। এনটিভির সবার জন্য আশির্বাদ জানাই।’

হাওর বাঁচাও আন্দোলনের সুনামগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন বলেন, ‘এটি অনেক ভালো একটি উদ্যোগ। সবাই একটি নির্দিষ্ট জায়গায় লোকজনকে ডেকে এনে ত্রাণ দিচ্ছে, কিন্তু এনটিভির লোকজন বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ দিয়ে আসছে। এ পদ্ধতিটি খুবই ভালো লেগেছে। সুনামগঞ্জের ৩০ লাখ মানুষের পক্ষ থেকে এনটিভিকে ধন্যবাদ জানাই।’

স্বেচ্ছাসেবী আম্মার আহমেদ বলেন, ‘মানুষের কষ্ট দেখেছি, মানুষের দুঃখ দেখেছি। এনটিভির পক্ষ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রমে সম্পৃক্ত থাকতে পেরে ভালো লাগছে। একটি পরিবারকে যে পরিমাণ পণ্য দেওয়া হয়েছে, তাতে একটি পরিবার অন্তত ১০ থেকে ১২ দিন চলতে পারবে।’

ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, সয়াবিন তেল, আলু, পানি, লবণ, বিস্কুট, মোমবাতি ও দেয়াশলাই। প্রতিটি পরিবারের জন্য ১৫ কেজির একটি প্যাকেটে এসব নিত্যপণ্য দেওয়া হয়। এনটিভির ত্রাণসামগ্রী পেয়ে হাসি ফোটে পানিবন্দি মানুষের মুখে। এনটিভির ত্রাণের নৌকা বাড়ি বাড়ি গিয়ে ত্রাণসামগ্রী পৌঁছে দেয়।

ছয় দিন ধরে পানিবন্দি মানুষের খাবার সংকট দেখা দিয়েছে। বিশুদ্ধ পানির সংকট চরম আকার ধারণ করেছে। জেলার প্রায় ৩০ লাখ মানুষের এখন একই অবস্থা। বাড়ি কিংবা আশ্রয়কেন্দ্রের বাইরে যাওয়ার অবস্থা নেই। শহরেই চলছে নৌকা। খুব প্রয়োজনে নৌকায় চলাচল করছেন মানুষ।

তবে আশার কথা, সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক থেকে পানি কিছুটা নেমে যাওয়ায় বড় বাস ও ট্রাক চলাচল শুরু করেছে।