সুন্দরবনের বাঘের আক্রমণে মৌয়াল নিহত!

Looks like you've blocked notifications!
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণ করতে গিয়ে নিখোঁজ মৌয়াল মন্টু গাজী। ছবি : বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে পাওয়া

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণ করতে গিয়ে বাঘের আক্রমণে মন্টু গাজী (৪৫) নামে এক মৌয়াল নিহত হয়েছেন বলে জানিয়েছেন তাঁর সহযোগীরা। অপর দিকে ফরেস্ট স্টেশনের দাবি, তাঁকে বাঘে ধরে নিয়ে গেছে নাকি ভারতীয় অংশে গিয়ে হারিয়ে গেছেন, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।  

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন সূত্রে জানা যায়, তাঁরা ১১ মৌয়াল  গত ১ এপ্রিল বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে মধু আহরণের পাশ নিয়ে সুন্দরবনে যান। গত বুধবার (১৯ এপ্রিল) মধু আহরণের সময় তাঁকে হিংস্র বাঘ আক্রমণ করে ধরে নিয়ে যায় বলে জানিয়েছেন তাঁর সহযোগী মৌয়াল রুহুল আমিন।

নিহত মৌয়াল মন্টু গাজী শ্যামনগরের চকবারা গ্রামের শাহাবুদ্দিন গাজীর ছেলে।

সহযোগী মৌয়াল রুহুল আমিন জানান, মধু সংগ্রহ করতে সুন্দরবনের ভারতীয় অংশে গিয়ে গত ১৬ এপ্রিল তাঁদের নৌকাটি খোয়া যায়। এরপর ১৯ এপ্রিল তাঁরা ভেলায় চেপে নদীতে ভাসতে ভাসতে তালপট্টি নামক স্থানে এসে পৌঁছান। সেখান থেকেই মন্টু গাজীকে বাঘে ধরে নিয়ে যায়। চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারেননি তাঁরা। এরপর আজ শনিবার (২২ এপ্রিল) বিকেল ৩টায় তাঁরা গাবুরা এসে পৌঁছান।

এ ব্যাপারে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা নূর আলম জানান, ওই মৌয়ালকে বাঘে ধরে নিয়ে গেছে নাকি তিনি ভারতীয় অংশে গিয়ে হারিয়ে গেছেন, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।  তবে তাঁরা ১১ জন পাস নিয়ে মধু আহরণ করতে গিয়েছিলেন।