সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের সময় ৩ জেলে আটক

Looks like you've blocked notifications!
সুন্দরবনের চরাপুটিয়ার খোন্তাকোদাল খালে বিষ দিয়ে মাছ শিকারের সময় এই তিন জেলেকে আটক করেছে বনবিভাগ। ছবি : এনটিভি

সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ শিকারের সময় তিন জেলেকে আটক করেছে বনবিভাগ। গতকাল সোমবার রাতে তাদের আটকের পর মামলা দিয়ে আজ মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক মো. মাহবুব হাসান জানান, গতকাল সোমবার রাত ১০টার দিকে বনের চরাপুটিয়ার খোন্তাকোদাল খালে অন্যান্য দিনের মতো নিয়মিত টহল দিচ্ছিল বনপ্রহরীরা। ওই সময় খালে বিষ দিয়ে মাছ শিকারকালে হাতেনাতে তিন জেলেকে আটকসহ একটি বিষের বোতল, বিষ দিয়ে মারা ১০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ, দেড় হাজার ফুট ঘন চটজাল ও একটি নৌকা জব্দ করা হয়।

আটক জেলেরা হলেন, বাগেরহাট জেলার রামপাল উপজেলার মালিডাঙ্গা গ্রামের বাসিন্দা মো. শহিদ আলী শেখ (৫০), মো. মিরাজুল ইজারদার (২৩) ও উজলকুড় গ্রামের মো. জাকির শেখের ছেলে মো. রহিম শেখ। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলার পর আজ দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে বনবিভাগ। 

এর আগে গত ৮এপ্রিল বনের করমজল এলাকা থেকে তিন জেলেকে আটক করে মামলা দিয়ে জেলহাজতে পাঠায় বনবিভাগ।