সুপ্রিম কোর্ট আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল

Looks like you've blocked notifications!
বিএনপি অফিসে হামলা ও নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে আজ বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। ছবি : সংগৃহীত

বিএনপি অফিসে হামলা ও নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আজ বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে বিক্ষোভ মিছিল শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সভাপতি আব্দুল জাব্বার ভূঁইয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল, ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন প্রমুখ। মিছিলে কয়েকশ আইনজীবী অংশগ্রহণ করেন।

মিছিল শেষে সমাবেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘আইনজীবীরা রাজপথে নেমেছে। শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আইনজীবীরা ঘরে ফিরে যাবে না।’

১০ ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশ হবে উল্লেখ করে সব আইনজীবীকে সমাবেশে যোগদান করার আহ্বান জানান কায়সার কামাল।