সেনাবাহিনী নির্মিত আশ্রয়ণ-২ প্রকল্পের ব্যারাক হাউজ হস্তান্তর
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/02/07/senaabaahinii-11.jpg)
সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার সিন্দুরআটা আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নির্মিত ৫ ইউনিট বিশিষ্ট ২৮টি সেমি পাকা ব্যারাক হাউজ নির্মাণ শেষে আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বেসামরিক প্রশাসনের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন। এর মাধ্যমে ১৪০টি গৃহহীন পরিবারের বাসস্থান নিশ্চিত করা সম্ভব হবে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’বাস্তবায়নে আশ্রয়ণ প্রকল্পগুলো সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় সম্পন্ন করে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তার আওতায় ব্যারাক হাউজ নির্মাণ করছে। ইতোমধ্যে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ১১ পদাতিক ডিভিশন কর্তৃক বেশ কিছু ব্যারাক হাউজ সফলতার সাথে নির্মাণ করে বেসামরিক প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই হস্তান্তর অনুষ্ঠানে প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সেনাকর্মকর্তা ছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।