সোনামসজিদ স্থলবন্দরে পণ্যবাহী তিন ট্রাকে আগুন

Looks like you've blocked notifications!
সোনামসজিদ স্থলবন্দর। ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের ইয়ার্ডের ভেতর পণ্যবোঝাই ট্রাকে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভারতীয় একটি ট্রাকের পুরো পণ্য ভস্মীভূত হয়েছে। অন্য দুটি ট্রাক আংশিক ক্ষতি হয়েছে।

শিবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রজব আলী জানান, আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের ভেতরে থাকা পণ্যবোঝাই ভারতীয় একটি ট্রাকে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন পাশে থাকা আরও দুটি ট্রাকে ছড়িয়ে পরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম বলেন, ‘ব্লিচিংবাহী ভারতীয় ট্রাকে আগুন লাগে। ফায়ার সার্ভিস আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে।’

তবে, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এ রিপোর্ট লেখা পর্যন্ত জানাতে পারেননি এই দুই কর্মকর্তা।