স্কুলের বাথরুম থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Looks like you've blocked notifications!
শেরপুর জেলা সদরের ভীমগঞ্জ বাজারের ড্যাফোডিল প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুল। ছবি : এনটিভি

শেরপুর জেলা সদরের ভীমগঞ্জ বাজারে ড্যাফোডিল প্রিপারেটরি অ্যান্ড হাইস্কুলের বাথরুম থেকে এক কিশোর শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে লাশটি উদ্ধার করা হয়।

ওই কিশোরের নাম মোহাম্মদ রিমন (১৬)। সে ওই স্কুলেরই অষ্টম শ্রেণির ছাত্র এবং খুনুয়া মধ্যপাড়ার মোহাম্মদ সাগরের ছেলে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল নিহতের স্বজনদের বরাতে জানান, রিমন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে সে আর বাড়ি ফিরে আসেনি। সকালে স্কুলের নৈশপ্রহরী বাথরুমে রিমনের লাশ দেখে প্রধান শিক্ষককে জানান। প্রধান শিক্ষক থানায় জানালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

ওসি বলেন, ‘আমরা রিমনের মৃত্যুর কারণ উদঘাটনে কাজ করছি। লাশ ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ বিস্তারিত জানা যাবে।’

এদিকে রিমনের মা বলেন, ‘বৃহস্পতিবার বিকেল ৬টার দিকে স্কুল থেকে বাড়িতে ফিরে রিমন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সে আবার বেরিয়ে যায়। তারপর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।’