স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির কেউ স্বতন্ত্র প্রার্থী হলে বাধা নেই : ফখরুল

Looks like you've blocked notifications!

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি দলীয়ভাবে অংশ নিচ্ছে না। তবে বিএনপি থেকে কেউ স্বতন্ত্র হয়ে অংশ নিলে সেখানে বাধা নেই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও শহরের তাতীপাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন মির্জা ফখরুল।

মহাসচিব বলেন, ‘এ সরকার নির্বাচন ব্যবস্থাটা পুরোপুরি নষ্ট করে দিয়েছে। নির্বাচনকালে যদি নিরপেক্ষ সরকার না থাকে তবে নির্বাচন কমিশন কিছুই করতে পারে না।’

এ সরকার কারও মতামত গ্রহণ করে না অভিযোগ করে মহাসচিব বলেন, ‘নিজের মতো করে নির্বাচন করার জন্য তারা সবকিছু সাজিয়ে নেয়।’

মির্জা ফখরুল আবারও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারি দাবি করে বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করাটা সঠিক নয়। তাই বিএনপি এই নির্বাচনে দলীয় ভাবে অংশ নিচ্ছে না। তবে বিএনপি থেকে কেউ স্বতন্ত্র হয়ে অংশ নিলে সেখানে বাধা নেই।’

মির্জা ফখরুল আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে তাঁর এবং তার দলের চেহারা আয়নায় দেখার পরামর্শ দেন। সেইসঙ্গে জনগণের ভাষা বুঝার পরামর্শ দেন।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনসহ অন্য নেতাকর্মীরা মির্জা ফখরুলের বাসভবনে উপস্থিত ছিলেন।