স্বজনদের কাছে ফিরিয়ে দিতে শিশু রাব্বির পরিবারকে খুঁজছে পুলিশ

Looks like you've blocked notifications!
স্বজনদের কাছে ফিরিয়ে দিতে শিশু রাব্বির পরিবারকে খুঁজছে পুলিশ। ছবি : সংগৃহীত

চার বছর বয়সের রাব্বি। গুলিস্তান এলাকায় কান্নাকাটি করছিল। এ দৃশ্য দেখে স্থানীয় লোকজন তাকে রাজধানীর পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনা গতকাল বুধবারের। কিন্তু, রাব্বি নিজের নাম ছাড়া বলতে পারছে না পরিবারের কারও কথা।

পরে এ ঘটনায় পুলিশ পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করতে অনুসন্ধানে রয়েছেন তাঁরা। এখন রাব্বিকে রাখা হয়েছে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে।

রাব্বিকে যখন স্থানীয় লোকজন পুলিশের কাছে হস্তান্তর করে, তখন তার পরনে ছিল নীল-সাদা কালার স্টেপ গেঞ্জি ও জিন্স প্যান্ট। রাব্বির গায়ের রং শ্যামবর্ণের। উচ্চতা তিন ফুট ৩ ইঞ্চি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।

কেউ যদি রাব্বির কোনো স্বজনের সন্ধান পেলে বা জানলে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারের দায়িত্বরত কর্মকর্তার (০১৭৪৫৭৭৪৪৮৭ ও ০২৪৮১১৮৫৪২) সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করেছে ডিএমপি।