‘স্বার্থ সংরক্ষণ করেই তিস্তা চুক্তি করবেন প্রধানমন্ত্রী’
তিস্তা চুক্তি বিষয়ে পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি আলোচনা করেই তিস্তা চুক্তি করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঙ্গা চুক্তি করেছেন। তিস্তা চুক্তিও বাংলাদেশের মানুষের স্বার্থ সংরক্ষণ করেই করবেন প্রধানমন্ত্রী।’
আজ সোমবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
ফারাক্কার বাঁধের গেট খুলে দেওয়ার বিষয় নিয়ে উপমন্ত্রী আরও বলেন, ‘গঙ্গা চুক্তির মাধ্যমে পানির ন্যায্য হিস্যা প্রতিষ্ঠিত হয়েছে। ভারতে প্রবল বন্যা হলে তাঁরা ফারাক্কা বাঁধের গেট খুলে দেয়। এটি আমাদের ভৌগোলিকভাবে দীর্ঘদিনের সমস্যা। এটি আমরা সমাধান করতে পেরেছি।’
এর আগে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
পরে তিনি বর্নীর বাওড়সহ গোপালগঞ্জে পানি সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করেন।
এ সময় পানি উন্নয়ন বোর্ডের নব নিযুক্ত মহাপরিচালক মো. ফজলুর রশিদ, ফরিদপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী আব্দুল হেকিম, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাসহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।