স্বেচ্ছাসেবক দলের কর্মিসভায় যুবলীগের হামলা, আহত ২৫

Looks like you've blocked notifications!
ফরিদপুর শহরের অম্বিকাচরণ হলে জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মিসভায় হামলা চালিয়ে নেতাকর্মীদের মারধর এবং ভাঙচুর করা হয়েছে অনুষ্ঠানস্থলের চেয়ার-টেবিল। ছবি : এনটিভি

ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মিসভায় হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকেল সাড়ে ৪টায় শহরের অম্বিকাচরণ হলে কর্মিসভাটি শুরু হয়। এর পর পরই যুবলীগের সভাপতি জিয়াউল হাসান মিঠুর নেতৃত্বে শতাধিক লোকজন লাঠিসোঁটা নিয়ে অনুষ্ঠানস্থলে হামলা করে।

হামলাকারীরা অনুষ্ঠানস্থলের ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি মারধর ও ভাঙচুর শুরু করে। বেশ কয়েক মিনিট ধরে চালানো হয় এ হামলা। এ সময় ভাঙচুর করা হয়েছে অনুষ্ঠানস্থলের চেয়ার-টেবিল। হামলায় পণ্ড হয়ে যায় স্বেচ্ছাসেবক দলের কর্মিসভা।

হামলাকারীদের মারধরে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানীসহ স্থানীয় ২৫ নেতাকর্মী আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। 

পরে এ ঘটনায় স্থানীয় এক বিএনপিনেতার বাসায় সংবাদ সম্মেলন করে হামলার জন্য যুবলীগকে দায়ী করে বক্তব্য দেন কেন্দ্রীয় ও স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতারা।