স্মার্ট স্বাস্থ্যসেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিকগুলোয় ইন্টারনেট সুবিধা : পলক

Looks like you've blocked notifications!
নাটোরের সিংড়া উপজেলা কোর্ট মাঠে ডায়াবেটিক সমিতির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে বক্তব্য দিচ্ছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি : এনটিভি

প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশে স্মার্ট স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেশের ১৮ হাজার কমিউনিটি ক্লিনিকে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। এর ফলে গ্রামীণ জনপদের মানুষ তাদের বাড়ির পাশের কমিউনিটি ক্লিনিকে বসে অনলাইনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারবে।

নাটোরের সিংড়া উপজেলা কোর্ট মাঠে আজ শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে ডায়াবেটিক সমিতির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে এ কথা বলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

দেশের স্বাস্থ্য খাত যেকোনো সময়ের তুলনায় এখন অনেক ভালো উল্লেখ করে প্রতিমিন্ত্রী বলেন, শুধু স্বাস্থ্যই নয় দেশের কৃষি, অবক্ঠামো, যোগাযোগসহ সব খাত গত ১৪ বছরে অতীতের ৫০ বছরের চেয়ে বেশি এগিয়েছে। 

সহকারী কমিশনার (ভূমি) আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান, উপজেলা ডায়াবেটিক সমিতির সহসভাপতি ও সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস,সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সিংড়া ডায়াবেটিক সমিতির উদ্যোগে এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে উপজেলার প্রায় তিন হাজার অসহায় ও দরিদ্র মানুষকে বিনামূল্য চিকিৎসাপত্র ও ওষুধ দেওয়া হয়। জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক ফ্রি মেডিকেল ক্যাম্পটি পরিচালনা করেন।