সড়ক দুর্ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না : কাজী ফিরোজ রশিদ

Looks like you've blocked notifications!
সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ। ছবি : বিটিভি

জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ বলেছেন, ‘প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটলেও কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না। বাসের মালিকপক্ষ পুলিশ, রাজনীতিক ও শক্তিশালী মানুষেরা। দুর্ঘটনা ঘটালেও এসব বাসের চালকদের কিছু হয় না।’

জাতীয় সংসদে আজ সোমবার (২৩ জানুয়ারি) অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে কাজী ফিরোজ রশীদ বলেন, ‘রোড এক্সিডেন্টে প্রতিদিন অসংখ্য মানুষ মারা যাচ্ছে। পৃথিবীর অন্য কোথাও সড়ক দুর্ঘটনায় এত মানুষ মারা যায় কি না জানি না। একটি মৃত্যুর ঘটনায় ওই পরিবারটি ধ্বংস হয়ে যায়। তাদের সব আশা-আকাঙ্ক্ষা বিলীন হয়ে যায়।’ 

সড়ক দুর্ঘটনা নিয়ে পত্রিকায় প্রকাশিত খবর তুলে ধরে জাপার এই সংসদ সদস্য বলেন, ‘এই যে বাসগুলো। এর মালিক কারা? অধিকাংশ বাসের মালিক হচ্ছে পুলিশ অফিসার। আমাদের যারা রাজনীতি করে তারা। আর যারা শক্তিশালী আমাদের পাশে বসে আছে। আমার ডান পাশে বসে আছেন আমাদের দলের চিফ হুইপ। তিনি বলতে পারবেন এসব বাসের মালিক কারা।’

জাতীয় পার্টির এই এমপি বলেন, ‘এইসব বাসের কিছুই হয় না। বেপরোয়াভাবে চলে। কোন বাসের লাইসেন্স নেই। চালকের লাইসেন্স নেই। সিগন্যাল বাতি নেই। ডানে যাবে না বামে যাবে কেউ বলতে পারে না। এসব চালকদের আজ পর্যন্ত আমরা পথে আনতে পারলাম না। শিক্ষিত করতে পারলাম না।’

কাজী ফিরোজ রশীদ বলেন, ‘দেশ অনেক এগিয়ে যাচ্ছে। আমরা স্মার্ট বাংলাদেশ করবো। কিন্তু এই যে অবস্থা! এ দিয়ে স্মার্ট বাংলাদেশ করবো? আমরা অন্যান্য দেশের সাথে যদি একটু তুলনা করি সেখানে কী এই অবস্থা আছে? সিঙ্গাপুরে আছে? মালয়েশিয়ায় আছে।’

সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য আরও বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী তার নির্বাচনি এলাকার রাস্তাঘাটের অনেক উন্নয়ন করেছেন। এসব রাস্তা দিয়ে রাতের বেলা ২০-৩০ টনের ট্রাক চলে। দেখার কেউ নেই। টাকা খেয়ে এই ট্রাকগুলোকে রাস্তায় ঢুকতে দেওয়া হয়। বাস ও চালকের লাইসেন্স আছে কি না, গাড়ির ফিটনেস আছে কি না, এসব যাচাই করলে এসব ঘটনা ঘটত না। মহাসড়কে কোথাও মোটরসাইকেল-ভটভটি চলে না। আমাদের দেশে চলছে। এসব ভটভটি-নছিমন করিমনের কোনও ব্রেক নেই।’ তিনি এসব দেখার জন্য জেলা প্রশাসকদের দায়িত্ব দেওয়ার দাবি জানান।