সয়াবিন তেলের দাম লিটারে কমল ৬ টাকা

Looks like you've blocked notifications!
সয়াবিন তেল। ছবি : সংগৃহীত

সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ছয় টাকা কমানো হয়েছে। প্রতি লিটার তেলের দাম সর্বোচ্চ ১৯৯ টাকা নির্ধারণ করে দিয়েছে ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। আগামীকাল সোমবার থেকে নতুন এ দাম কার্যকর হবে। 

আজ রোববার ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এর আগে আজ দুপুরে সচিবালয়ে বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ জানিয়েছিলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমেছে। আগামী দু-একদিনের মধ্যে আমাদের দেশেও দাম কমে আসবে।

আজ দুপুরে সচিব বলেন, ‘তেলের দামের ক্ষেত্রে আগামী দুই একদিনের মধ্যে একটা সুখবর আসতে পারে। আশা করছি, তেলের দাম কমবে। তবে, ট্যারিফ কমিশন তেল রিফাইনারি শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে আমাদের জানাবে। তারপর আমরা জানাতে পারব, কত টাকা কমবে।’

এরপর ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন তেলের নতুন দাম ঘোষণা করে।

প্রসঙ্গত, গত এপ্রিল মাসে সয়াবিন তেলের দাম হঠাৎ করে লিটারপ্রতি ৪০ টাকা বাড়ানো হয়। আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের বেড়েছে, এ কারণ দেখিয়ে ওই সময় দাম বাড়িয়ে দেওয়া হয়।