সয়াবিন তেল মজুদ বন্ধে ভ্রাম্যমাণ আদালতের হানা

Looks like you've blocked notifications!
জামালপুরের মেলান্দহে অতিরিক্ত সয়াবিন তেল মজুদের অভিযোগে আজ সোমবার দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ছবি : এনটিভি

জামালপুরে অতিরিক্ত সয়াবিন তেল মজুদের অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আজ সোমবার দুপুরে জেলার মেলান্দহ বাজারের ওই দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে বাজারের মেসার্স তপু এন্টারপ্রাইজের গুদামে ৩৭৩টি ড্রামে ৫৬ হাজার লিটার এবং জননী তেল ভান্ডারে ১৬৬টি ড্রামে ২৫ হাজার ৫০০ লিটার মোট সাড়ে ৮১ হাজার ৫০০ লিটার সয়াবিন তেল পাওয়া যায়।

দুজনই বৈধ তেল ব্যবসায়ী হলেও তাঁদের কাছে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি তেল মজুদ থাকায় তপু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শ্রী তপু সাহাকে ২০ হাজার টাকা এবং জননী তেল ভাণ্ডারের স্বত্বাধিকারী সিরাজুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে পুলিশ, প্রশাসন ও এনএসআইয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।