হজ যাত্রীদের বিমান ভাড়া বাড়ানো হয়নি : প্রতিমন্ত্রী
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/04/05/mahabub-ali.jpg)
‘হজ যাত্রীদের বিমান ভাড়া বাড়ানো হয়নি। উড়োজাহাজের জ্বালানি এবং ডলারের মূল্য বৃদ্ধির কারণেই বর্ধিত ভাড়া গুণতে হচ্ছে’ বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
মঙ্গলবার (৪ এপ্রিল) রাতে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা আয়োজিত এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রতিমন্ত্রী একথা বলেন।
পার্শ্ববর্তী দেশের চাইতে হজযাত্রার ভাড়া বেশি এমন অভিযোগ সঠিক নয় জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, আগামীতে হজ যাত্রীদের বিমান ভাড়া সহনীয় পর্যায়ে আনার বিষয়ে মন্ত্রণালয় কাজ করছে।
অভিজাত হোটেলে এতিম ও সুবিধাবঞ্চিতদের প্রবেশের সুযোগ পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন প্রতিমন্ত্রী বলেন, ‘এ দেশ সবার। সমাজের সমস্ত মানুষের। একটি অভিজাত হোটেলে যেমন ধনীরা আসবেন, তেমনি মধ্যবিত্তসহ নিম্নবিত্তরাও আসবেন। এ হোটেল সবার জন্য উন্মুক্ত। রমজান ইনসাফ ও আদর্শ শেখায়। রমজান মাসে সবাই মিলে ইফতার করতে পারাটা আনন্দের।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন সচিব মোকাম্মেল হোসেন, হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলাম সরকার, মহাব্যবস্থাপক রবিন জেমস এডওয়ার্ড, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আসিফ আহমেদ, ফুড এন্ড বেভারেজ পরিচালক কাজি মোয়াজ্জেম হোসেন।
রাজধানীর পাঁচটি মাদ্রাসা ও এতিমখানার আড়াইশ শিক্ষার্থী এই ইফতার মাহফিলে অংশ নেয়।