হত্যাসহ ১৬ মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
নওগাঁ মহাদেবপুর উপজেলায় বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া হত্যাসহ ১৬ মামলার আসামি আতাউর রহমান শান্ত। ছবি : এনটিভি

নওগাঁর মহাদেবপুর উপজেলায় বিশেষ অভিযানে হত্যাসহ ১৬ মামলার আসামি আতাউর রহমান শান্ত (৩৫)  নামে এক যুবককে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা। আজ রোববার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‍্যাব-৫। 

গ্রেপ্তার হওয়া আতাউর রহমান শান্ত জেলার মহাদেবপুর উপজেলার চেরাগপুর গ্রামের বাসিন্দা।  

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল উপজেলার চেরাগপুর গ্রামে র‍্যাব ৫-এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক শীর্ষ সন্ত্রাসী আতাউর রহমান শান্তকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি ওয়ান শুটারগান এবং একটি গুলি জব্দ করা হয়।  

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার হওয়া আতাউর রহমান একজন অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে জেলার মহাদেবপুর, পত্নীতলা, ধামুইরহাট, বদলগাছী ও সদর থানায় পাঁচটি ডাকাতি, একটি হত্যা, মাদক, চুরি ও ছিনতাইসহ সর্বমোট ১৬টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে মহাদেবপুর থানায় অস্ত্র আইনে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।