হবিগঞ্জের লোক উৎসবে মনোমুগ্ধকর বাউল গান

Looks like you've blocked notifications!
হবিগঞ্জের লোক উৎসব। ছবি : এনটিভি

হবিগঞ্জের লোক উৎসবে বাউল শিল্পীদের গান আর বাঁশির সুরে মুগ্ধ হলেন হাজারও দর্শক-শ্রোতা। গতকাল রোববার (৮ জানুয়ারি) কালেক্টরেট প্রাঙ্গণে এই উৎসবের উদ্বোধন করেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির। আয়োজনে ছিল জেলা প্রশাসন।

লোক উৎসবে কালেক্টরেট প্রাঙ্গণ লোকারাণ্য হয়ে পড়ে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা বাউল শিল্পীদের কণ্ঠে গান আর বাঁশির সুরে মুগ্ধ হন সহস্রাধিক দর্শক-শ্রোতা। 

গান পরিবেশন করেন বাউল হবিল সরকার, শাহ আব্দুল করিমের প্রধান শিষ্য বাউল আব্দুর রহমান, সিলেটের বাউল পাগলা হাসান, বাউল আকরাম আলী, সৈয়দ আশিকুর রহমান, বাঁধন মোদক প্রমুখ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ইশরাত জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বাউল বাঁধন মোদককে সংবর্ধনা দেওয়া হয়।