চা শ্রমিক ইউনিয়ন সংগ্রাম পরিষদের তথ্য

হবিগঞ্জে প্রায় ১০ লাখ কেজি কাঁচা চা পাতা পচে গেছে

Looks like you've blocked notifications!
দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে আন্দোলন করছেন চা শ্রমিকেরা। ফাইল ছবি

হবিগঞ্জের ২৪টি চা বাগানে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন চলছে। আজ শনিবার সকাল থেকে বিভিন্ন বাগানে শ্রমিকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। বেলা ১১টায় চুনারুঘাট উপজেলার চানপুর চা বাগানে বিক্ষোভ সমাবেশ করেন তাঁরা। দাবি করা মজুরি না পেলে তাঁরা কাজে ফিরবেন না বলে জানিয়েছেন। এমনকি রাজপথে যেতে বাধ্য হবেন বলেও জানান তাঁরা।

এদিকে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সংগ্রাম পরিষদের উপদেষ্টা কাঞ্চন পাত্র এনটিভি অনলাইনকে বলেছেন, ‘চা শ্রমিকদের আন্দোলনে স্থবির হয়ে পড়েছে বাগানগুলো। শ্রমিক আন্দোলনের ফলে ফ্যাক্টরিগুলোতে মেশিন বন্ধ থাকায় পচে গেছে উত্তোলিত প্রায় ১০ লাখ কেজি কাঁচা চা পাতা।’

কাঞ্চন পাত্র বলেন, ‘এখন তো পূর্ণ মৌসুম। বছরের ভরা মৌসুম এটি। জেলার ২৪টি চা বাগানে প্রায় ১০ লাখ কেজি কাঁচা চা পাতা পচে গেছে। প্রতি ছয় কেজি কাঁচা পাতায় এক কেজি চা উৎপাদন হয়। প্রতি কেজি চা ২৫০ টাকায় বিক্রি হয়। এ হিসেবে বাগানগুলোর কয়েক কোটি টাকার ক্ষতি হয়ে গেছে।’

কাঞ্চন পাত্র আরও বলেন, ‘চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য আমরা টানা আন্দোলন করে চলেছি। বৈঠক করে চা শ্রমিকদের ভাগ্য উন্নয়নে কোনো সুরাহা আসেনি। তাই, শ্রমিকেরা নিজ নিজ বাগানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এখন আর তাঁরা বাগানে থাকতে চান না, রাজপথে যাওয়ার জন্য আমাদের বলছেন। আগামী দুয়েক দিনের মধ্যে যদি সমাধান না হয়, তবে আমরা রাজপথে যেতে বাধ্য হব।’

দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে আন্দোলন করে চলেছেন শ্রমিকরা। এরই মধ্যে তাঁদের নিয়ে দফায় দফায় বৈঠক করেও কোনো সুরাহা করতে পারেননি বাগান মালিকেরা। তাঁরা ১৪০ টাকা দিতে রাজি হলেও শ্রমিকেরা তা মানেননি।