হবিগঞ্জে রাস্তা নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত অর্ধশত

Looks like you've blocked notifications!
হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই পক্ষের সংঘর্ষে আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি : এনটিভি

হবিগঞ্জের বানিয়াচংয়ে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত অর্ধশত আহত হয়েছে। গুরুতর আহত ৩০ জনকে আড়াইশ শয্যা জেলা সদর হাসপাতালে এবং একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে। আজ শনিবার দুপুরে ওই উপজেলার রামগঞ্জ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, বানিয়াচংয়ের মিজানুর রহমান এবং ওয়াহিদ মিয়ার মধ্যে বাড়ির সীমানার পাশের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে আজ সকালে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এতে অর্ধশত ব্যক্তি আহতের ঘটনা ঘটে। এদের মধ্যে ৩০ জনের অবস্থা গুরুতর।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান হোসেন বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে পৌঁছে পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।’

আহত ব্যক্তিরা হবিগঞ্জ আড়াইশ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আশঙ্কাজনক অবস্থায় শাহিদ মিয়া নামে একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।