হাইকোর্টে বিএনপির ২৯ নেতাকর্মীর জামিন
নাশকতার পরিকল্পনা অভিযোগে চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় পুলিশের দায়ের করা মামলায় বিএনপির ২৯ নেতাকর্মীকে ছয় সপ্তাহের আগাম দিয়েছেন হাইকোর্ট। এ সময়ের মধ্যে আসামিদের চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
আজ বুধবার (৩ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জিনাত আক্তার নাজলি বেগম।
জানা যায়, ঈদ উপলক্ষে গত ২৫ এপ্রিল চট্টগ্রামের সীতাকুণ্ডে স্থানীয় যুবদলের পক্ষ থেকে পুনর্মিলনীর আয়োজন করা হয়। এ সময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করা হয়। এরপর নাশকতার পরিকল্পনার অভিযোগে ৩৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করে পুলিশ।
মামলায় উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল করিম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক শাহাব উদ্দিন রাজুসহ স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।