হাওরে বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য প্রকৃতিকে দুষলেন প্রতিমন্ত্রী

Looks like you've blocked notifications!
সুনামগঞ্জের দিরাই উপজেলার বরাম হাওরের তুফানখালি বাঁধ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। ছবি : এনটিভি

নির্ধারিত ও বর্ধিত মেয়াদেও হাওরের বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য প্রকৃতিকে দায়ী করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। আজ বুধবার (১৫ মার্চ) সুনামগঞ্জের দিরাই উপজেলার বরাম হাওরের তুফানখালি বাঁধ পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী প্রকৃতিকে দোষারোপ করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘কোনো ধরনের ডেডলাইন দিয়ে হাওরের বাঁধের কাজ শুরু বা শেষ করা সম্ভব নয়। সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষা বাঁধের ৯৫ শতাংশ কাজ শেষ হয়েছে। তবে, শতভাগ কাজ শেষ হতে আরও কতদিন সময় লাগবে, সেটা নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না।’

সুনামগঞ্জে বাংলাদেশের সবচেয়ে বেশি ফসল উৎপাদন হয় জানিয়ে জাহিদ ফারুক বলেন, ‘সুনামগঞ্জের হাওরে টেকসই বাঁধ নির্মাণ করতে হবে। সেই প্রকল্প আমরা হাতে নিয়েছি।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘গোটা বিশ্ব আজ অর্থনৈতিক মন্দায় যাচ্ছে, সেখান থেকে বাংলাদেশও রেহাই পায়নি। তারপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে এখনও নতুন প্রকল্প পাস হচ্ছে ও বাংলাদেশের উন্নয়ন চলমান আছে।’

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য শামীমা আক্তার খানম, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক এসএম শহীদুল ইসলাম, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হালদার প্রমুখ।