হাফেজ তাকরীমকে সংবর্ধনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়

Looks like you've blocked notifications!
সৌদি আরবে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকারী হাফেজ সালেহ আহমেদ তাকরীম। ছবি : এনটিভি

সৌদি আরবে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় সম্মিলিতভাবে তৃতীয় স্থান অর্জনকারী হাফেজ সালেহ আহমেদ তাকরীমকে সংবর্ধনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ইসলামিক ফাউন্ডেশনের ব‌্যবস্থাপনায় আজ মঙ্গলবার দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাফেজ তাকরীমের হাতে ২ লাখ টাকার চেক ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। 

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘আজকের অনুষ্ঠান থেকে আমি বিভিন্ন সময়ে বিশ্বজয়ী হাফেজ ও ক্বারিদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা প্রতিযোগিতার জন্য বিভিন্ন দেশে ১১৮ জন হাফেজ পাঠিয়েছি। এর মধ্যে ৯৬ জন হাফেজ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন। বিশ্বজয়ী হাফেজ তাকরীমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। পাশাপাশি তার বাবা-মা ও শিক্ষকদের শুভেচ্ছা জানাচ্ছি।’

তিনি বলেন, ‘পবিত্র কোরআনুল কারীম মানবজাতির হেদায়েতের নির্দেশনা। ইসলামের প্রসারে বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ৫৬৩টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করেছেন।’

তাকরীমের বাবা হাফেজ আবদুর রহমান বলেন, ‘তাকরীম আমার মেজ ছেলে। সে বিশ্ব দরবারে বাংলার পতাকাকে উড্ডীন করেছে। ওস্তাদদের পরিশ্রম ও ১৭ কোটি মানুষের দোয়ায় আমার ছেলে এই সফলতা অর্জন করেছে। আমি আমার ছেলের জন্য দোয়া চাই।’