হামলা হলে পাল্টা হামলা হবে কি না সময়ই বলে দেবে : ওবায়দুল কাদের

Looks like you've blocked notifications!
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ শনিবার দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি : এনটিভি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, আন্দোলনের বিরুদ্ধে। লুটপাটের বিরুদ্ধে। খেলা হবে রাজপথ জনপদ পাড়া মহল্লায়। আমাদের রাজপথ, জনপদ, শহর, গ্রাম, পাড়া-মহল্লা সবখানেই সতর্কতার সঙ্গে প্রস্তুত থাকতে হবে। হামলা হলে পাল্টা হামলা হবে কি না সময়ই বলে দেবে।

আজ শনিবার দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘রাজপথ আমাদের, আমরা রাজপথ থেকে এসেছি। আমরা আকাশ থেকে পড়িনি। আমরা মাটি ফুড়ে উঠিনি। আমরা জনগণের থেকে এসেছি, আমাদের ভয় দেখিয়ে লাভ নেই।’ 

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘খেলা হবে, কত ধানে কত চাল দেখতে পাবেন। ডিসেম্বর মাস বিজয়, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর মাস। রাজশাহীতে দেখলাম, এখন আবার ঢাকা দখল করবেন। কবে ১০ তারিখ, তার আগেই নয়াপল্টন এলাকায় তাঁবু টানাচ্ছে হাঁড়িপাতিল মশার কয়েল নিয়ে। সাত দিন আগে থেকেই তারা এসেছে। কোথায় পেলেন এই টাকা?’

কাদের বলেন, ‘আমাদের বলে অর্থ পাচার করি, দণ্ডিত তারেক রহমানের অর্থপাচারের কথা বলেন না? যারা সুইস ব্যংকে টাকা রেখেছেন, তারা যেই হোক, সবার অর্থের উৎস খোঁজা হচ্ছে।’

পরে ওবায়দুল কাদের এহতেশামুল আলমকে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও মোয়াজ্জেম হোসেন বাবুলকে সাধারণ সম্পাদক এবং মেয়র ইকরামুল হক টিটুকে মহানগর সভাপতি ও মোহিত উর রহমান শান্তকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা। সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত। স্বাগত বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম। সম্মেলনে আরও বক্তব্য দেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।