হালদা নদী থেকে ফের মৃত ডলফিন উদ্ধার

Looks like you've blocked notifications!
চট্টগ্রামের বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ (হালদা নদী) থেকে উদ্ধার হওয়া মৃত ডলফিন। ছবি : স্টার মেইল

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ (হালদা নদী) থেকে আবারও একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে রামদাস মুন্সীরহাট এলাকা থেকে ডলফিনটি উদ্ধার করেছে স্থানীয়রা।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছে, হালদায় মৃত অবস্থায় ভেসে উঠা ৩১তম ডলফিন এটি। 

জানা যায়, হালদা নিয়ে গবেষণাকারী বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিএফের স্বেচ্ছাসেবক খোরশেদ আলমসহ স্থানীয়রা মৃত ডলফিনটিকে নদীতে ভাসতে দেখে নৌপুলিশকে খবর দেয়। নৌপুলিশ এসে ডলফিনটি নদী থেকে উদ্ধার করে। ডলফিনটি পচে যাওয়ায় সংশ্লিষ্ট সবাইকে অবহিত করার পর নৌপুলিশের সহযোগিতায় মাটিচাপা দেওয়া হয়।

হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, ‘উদ্ধারকৃত ডলফিনের শরীরে পচন ধরায় পরিমাপ করা যায়নি। নদীতে মাছ ধরার জালে আটকে ডলফিনটি মারা যেতে পারে।’

গত ৩০ সেপ্টেম্বর উপজেলার বড়ুয়াপাড়া এলাকায় মাছ ধরার জালে আটকে মরা পাঁচ ফুট লম্বা ২০ কেজি ওজনের একটি ডলফিন উদ্ধার করা হয়।