হাসপাতালে পলেস্তারা খসে মাথায় পড়ে রোগী আহত

Looks like you've blocked notifications!
বরিশাল জেনারেল হাসপাতালের সিলিংয়ের পলেস্তারা খসে পড়ে এক নারী রোগী আহত। ছবি : এনটিভি

বরিশাল জেনারেল হাসপাতালের সিলিংয়ের পলেস্তারা খসে পড়ে চিকিৎসা নিতে আসা এক নারী রোগী আহত হয়েছেন। এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে রোগী ও চিকিৎসকদের মধ্যে। 

আজ বুধবার (২২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে মূল ভবনের দোতলায় এ ঘটনা ঘটে।

পলেস্তারা খসে রোগী আহত হওয়ার বিষয়টি এনটিভিকে নিশ্চিত করে জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মলয় কৃষ্ণ বড়াল বলেন, ‘এর আগেও অনেকবার পলেস্তারা খসে পড়ে রোগী ও চিকিৎসক আহত হয়েছেন। আজকেও ডা. মির্জা লুৎফর রহমান যখন রোগী দেখছিলেন তখন তার কক্ষে আকস্মিকভাবে পলেস্তারা খসে পড়ে। এতে চিকিৎসা নিতে আসা এক নারী আহত হয়েছেন।’

এই কর্মকর্তা আরও বলেন, ‘দায়িত্ব পালনকালে আমরা চরম আতঙ্কের মধ্যে থাকি।’

প্রত্যক্ষদর্শীরা জানান, অন্যান্য দিনের মতো আজও নিজের কক্ষে রোগী দেখছিলেন ডা. মির্জা লুৎফর রহমান। এ সময় সিলিং থেকে পলেস্তারা খসে চিকিৎসকের টেবিল ও এক নারী রোগীর মাথার ওপরে পড়ে।

ইউসুফ নামে এক রোগী বলেন, ‘আমরা নিচতলায় ডাক্তার দেখানোর লাইনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ মনে হল, ওপরে ছাদ ভেঙে পড়েছে। এসে দেখি ডাক্তারের রুমের অনেক জায়গা থেকে পলেস্তারা খসে পড়েছে।’

চিকিৎসা নিতে আসা শিরিন নামে আরেক রোগী বলেন, ‘আমরা ডা. মির্জা লুৎফর রহমানকে দেখানোর জন্য এসেছি। পলেস্তারা খসে একজন রোগী আহত হয়েছেন। তবে ডাক্তারের কিছু হয়নি।’