হিলি কাস্টমসে জব্দ ৫০ ট্রাক পণ্য ধ্বংস
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/02/13/hili-pic-tham.jpg)
দিনাজপুরের হিলি স্থলবন্দর এলাকার জালালপুর শ্মশানঘাটের পাশে গর্ত করে আগুন ধরিয়ে ধ্বংস করা হচ্ছে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা কর্তৃক জব্দ করা ভারতীয় পণ্য। ছবি : এনটিভি
দিনাজপুরের হিলি স্থলবন্দরে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা কর্তৃক জব্দ করা ভারতীয় আমদানি নিষিদ্ধ, আমদানি নিয়ন্ত্রিত, মালিকবিহীন ও মেয়াদোত্তীর্ণ ৫০ ট্রাক পণ্য জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশে ধ্বংস করেছে স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষ। আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জালালপুর শ্মশানঘাটের পাশে গর্ত করে আগুন ধরিয়ে এসব পণ্য ধ্বংস করা হয়েছে।
দীর্ঘ ১৮ বছর ধরে হিলি স্থলবন্দরের কাস্টমস গুদামে এসব পণ্য মজুদ করা হয়। যার আনুমানিক মূল্য ২০ কোটি টাকা।
পণ্য ধ্বংস করার সময় সেখানে উপস্থিত ছিলেন হিলি কাস্টমসের উপকমিশনার মো. বায়জিদ হোসেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শাহ নেওয়াজ, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ছামিউল আলম, জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক উপেন্দ্রনাথ হালদারসহ অনেকে।