হুমকি কোনো রাজনীতির ভাষা হতে পারে না : শিক্ষামন্ত্রী

Looks like you've blocked notifications!
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আজ বুধবার গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির নবীনবরণ ও বিশ্ববিদ্যালয় কর্তৃক উদ্ভাবিত ব্লেন্ডেড লার্নিং সলিউশনে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন। ছবি : এনটিভি

‘স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের আগ মুহূর্তে ঘৃণ্য হুমকি দেওয়া হচ্ছে, যা কোন রাজনীতির ভাষা হতে পারে না। এটি সন্ত্রাসী ও হত্যাকারীর ভাষা’ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। দ্বাদশ সংসদ  নির্বাচন ও পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে ‘শিক্ষাঙ্গনের উত্তাপ ছড়াবার অপচেষ্টা চলছে’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আজকে শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করার যে অপচেষ্টা, সেটি এই ঘৃণ্য অপচেষ্টার অংশ। হত্যাকারীরাই আবার মাথা চাড়া দিয়ে উঠবার চেষ্টা করছে।’

গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির নবীনবরণ ও বিশ্ববিদ্যালয় কর্তৃক উদ্ভাবিত ব্লেন্ডেড লার্নিং সলিউশনে উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আজ বুধবার দুপুরে এসব কথা বলেন।

ডা. দীপু মনি বলেন, ‘শিক্ষাঙ্গনের শান্তিপূর্ণ পরিবেশ ছিল। আজ হঠাৎ করে উত্তাপ ছড়াবার একটি অপচেষ্টা হচ্ছে। যখন আরেকটি ৭৫ ঘটানোর হুমকি দেওয়া হয়, তখন মানে হচ্ছে—সেই ৭১-এর পরাজিত শক্তি, ৭৫-এর হত্যাকারী, ২০০৪-এর গ্রেনেড হামলাকারী, ২০১৪-এর আগুন সন্ত্রাসীরা আবার মাথা চাড়া দিয়ে উঠবার চেষ্টা করছে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে এবং স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের আগ মুহূর্তে যে একটি পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং ঘৃণ্য হুমকি দেওয়া হচ্ছে, তা কোনো রাজনীতির ভাষা হতে পারে না। এটি সন্ত্রাসী ও হত্যাকারীর ভাষা।’

বঙ্গবন্ধু হাইটেক সিটিতে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূরের সভাপতিত্বে আরও বক্তব্য দেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন, রেজিস্ট্রার আশরাফ উদ্দিন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী অংশ নেয়। 

প্রতিষ্ঠানটির দুটি প্রোগ্রামের আওতায় এবার ২০২০-২১ সেশনে ১০০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এর আগে কুড়িগ্রামের একটি স্কুলের সঙ্গে ব্লেন্ডেড লার্নিং সল্যুশন নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

এসময় মন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য আমাদের শিক্ষা কার্যক্রম পরিবর্তন করা হয়েছে।’